Friday, December 5, 2025

যশোরে চাঁদাবাজির শিকার ব্যবসায়ী: জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

যশোরের চৌগাছায় চাঁদাবাজির শিকার হয়ে জীবনের নিরাপত্তা হারিয়েছেন আতিকুর রহমান লেন্টু নামে এক ব্যবসায়ী। শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেছেন।

আতিকুরের অভিযোগ, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম তাকে বিএনপি কমিটি গঠনের নির্বাচনে দুই লাখ টাকা চাঁদা দিতে বলেছিলেন। টাকা না দেওয়ায় পরে তিনি পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করে চাপ দিতে থাকেন। গত ১৭ তারিখ জহুরুলের পৃষ্ঠপোষকতায় একদল সন্ত্রাসী তার দোকানে হামলা চালিয়ে আট লাখ টাকা নগদ ও একটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়।

আতিকুর জানান, তিনি এ ঘটনা চৌগাছা থানায় অভিযোগ করেছেন এবং থানা পুলিশ তাকে উদ্ধার করেছে। তবে তিনি এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর