Wednesday, February 19, 2025

উদীচী চৌগাছা শাখার নতুন কমিটি

শ্যামল দত্ত, চৌগাছা ( যশোর)প্রতিনিধি: যশোরের চৌগাছায় উদীচী শিল্পীগোষ্ঠীর নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে এই কমিটির ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম সভাপতি এবং শওকত মন্ডল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। যশোর জেলা উদীচীর সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান ২৫ সদস্যের এই কমিটিকে অনুমোদন করেছেন।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বাফুফে তালিকাভূক্ত রেফারি ও ক্রীড়া শিক্ষক জাফর ইকবাল লিটন, অবসরপ্রাপ্ত সহ-অধ্যাপক আনন্দ মোহন বিশ্বাস, শিল্পী আব্দুর রহমান, ভাস্কর আতিয়ার রহমান, কবি আবু জাফর, তসলিমুর রহমান এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মীরা।

সম্মেলনে যশোর জেলা উদীচীর সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব প্রমুখ বক্তব্য রাখেন।

নতুন কমিটির গঠনের মাধ্যমে চৌগাছায় উদীচীর কর্মকাণ্ড আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর