Wednesday, February 19, 2025

চৌগাছায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত: পিস্তল ও মোটরসাইকেল জব্দ

স্থানীয় সূত্রে জানা গেছে, চৌগাছার বেড়গোবিন্দপুর বাওড়টি সরকারি ইজারার মাধ্যমে মৎস্যজীবী লীগের সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম চাষ করে আসছিলেন। তবে বাওড়ের ২০% লাভের অংশ চুক্তি করে বিএনপির স্থানীয় দুই নেতা সালাহউদ্দীন ও আব্দুর রহিমের কাছে দেন। সম্প্রতি ওই শেয়ার আবার জেলা বিএনপির নেতা আবুল কালামের কাছে বিক্রি করা হয়।

বাওড়ের ইজারাদার আবুল কাশেম দাবি করেন, ৫ আগস্টের পর মাছ লুট ঠেকাতে সালাহউদ্দীন ও আব্দুর রহিমের সঙ্গে চুক্তি করেই বাওড়ের দায়িত্ব দিয়েছিলেন। পরবর্তীতে বাওড় সমিতির সিদ্ধান্তে আবুল কালামের কাছে ২০% শেয়ার বিক্রি করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম জানান, এই ঘটনা দলীয় কোনো সিদ্ধান্তে হয়নি। তিনি বলেন, এটা ব্যক্তিগত বিষয়। যারা এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে জেলা বিএনপির কাছে জানানো হবে। দল কখনো এ ধরনের কাজ সমর্থন করবে না।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুই পক্ষই পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাতদিন সংবাদ/আর কে-০৭

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর