Tuesday, March 25, 2025

বাগআঁচড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা

চুরি-ছিনতাই প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার রাতে বাগআঁচড়া বাজারের ফুলতলা স্ট্যান্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্র।

এসআই আব্দুস সবুর সঞ্চালনায়- সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম।

তিনি বলেন, গত ৫ আগস্ট থেকে পুলিশের জনবল সংকটসহ নানা সমস্যার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে চুরি-ছিনতাই বন্ধে এখন থেকে পুলিশের একটি গাড়ি রাতে এ বাজারে টহলে থাকবে। তিনি আরও বলেন, এলাকার আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে সবার সহযোগিতা প্রয়োজন। পুলিশের পক্ষে একা সবকিছু করা সম্ভব নয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কাজী শহিদুল ইসলাম। তিনি এলাকাবাসীর সমস্যা ও নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এবং কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস।

বক্তারা বলেন, স্বৈরাচারী সরকার পতনের পর বাগআঁচড়া বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। পুলিশের টহল ব্যবস্থা জোরদার না হলে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগবেন। পুলিশের সদিচ্ছা ও দায়িত্বশীল ভূমিকা পরিস্থিতি উন্নয়নে যথেষ্ট।

স্থানীয় ব্যবসায়ীরা তাদের নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরে বলেন, বাগআঁচড়ায় পুলিশ তদন্ত কেন্দ্র থাকার পরও ব্যবসায়ীদের সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

এসময় উপস্থিত সবাই এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।

রাতদিন সংবাদ/আর কে-০২

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর