বেনাপোল: শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদের মেজো চাচি শফিয়া বেগম আর নেই। তিনি গত শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্রেন স্ট্রোক জনিত কারণে মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্বামী ও দুই ছেলে দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় কন্যাদহ কানিপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযা নামাজে শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ, উলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ, বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।
বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।