যশোরের চৌগাছা উপজেলার বল্লভপুর বাওড় থেকে প্রায় এক কোটি টাকার মাছ লুটের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।
গত ১৪ জানুয়ারি ভূমি মন্ত্রণালয়ের সায়রাত-১ শাখার উপসচিব মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদে এই ঘটনার উল্লেখ করা হয়েছে।
এই বাওড়টি ভূমি মন্ত্রণালয় থেকে ইজারা নিয়ে বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি পরিচালনা করে। অভিযোগ উঠেছে, স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির একাংশের নেতাকর্মীরা গত ৫ আগস্ট থেকে এই বাওড়ের মাছ লুট করছে। সমিতির সদস্যরা মাছ ধরতে গেলে তাদের বাধা দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয়।
ভূমি মন্ত্রণালয় সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি, ২০০৯ অনুযায়ী এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ভূমি মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশ দিয়েছে।







