Wednesday, February 19, 2025

যশোরে মানবতাবাদী বিবেকানন্দের জন্মদিন পালিত

স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিন উপলক্ষে যশোরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রামকৃষ্ণ মিশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আজাহারুল ইসলাম কুপমন্ডুকতা পরিহার করে সার্বিকভাবে আত্মাকে পরিশুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শ অনুসরণ করে একটি নতুন সমাজ গড়া সম্ভব।

অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া, যশোর জেনারেল হাসপাতালে রোগীদের মাঝে ফল বিতরণ করা হয়।

আলোচকরা বলেন, স্বামী বিবেকানন্দ শুধু একজন হিন্দু সন্ন্যাসীই ছিলেন না, তিনি ছিলেন বিশ্বমানবতাবাদী। তাঁর জীবন ও আদর্শ আজও আমাদেরকে অনুপ্রাণিত করে। তাঁর ত্যাগ, প্রেম, সর্বজনীন ভালোবাসা এবং জীবনাদর্শ একটি সামাজিক বৈষম্য ও বঞ্চনামুক্ত ন্যায় এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে আমাদের উৎসাহিত করে।

এই অনুষ্ঠানে সামাজিক কল্যাণের ওপরও গুরুত্বারোপ করা হয়। রোগীদের মাঝে ফল বিতরণের মাধ্যমে মানবতার সেবা করার একটি উদাহরণ স্থাপন করা হয়েছে।

স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে যশোরে আয়োজিত এই অনুষ্ঠান স্বামীজীর আদর্শকে জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার একটি চমৎকার উদ্যোগ।

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর