Friday, December 5, 2025

বেনাপোলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উদযাপন

মাসুদুর রহমান শেখ বেনাপোল: বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া ৮ নং ওয়ার্ড যুবদল সোমবার সন্ধ্যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উদযাপন করেছে। ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোঃ আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে দোয়া করেন। দোয়া মাহফিলের পর শত শত মানুষের মাঝে তাবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছোট আঁচড়া ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সবুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল সদ্দার, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেনসহ বিএনপির মূল দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল এবং ওয়ার্ড বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ এবং মুক্তিযুদ্ধের বীর। তার জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর