Friday, December 5, 2025

বেনাপোলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উদযাপন

মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর উদ্যোগে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে। রবিবার দুপুর ১টায় ইউনিয়নের কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি মো. আসাদুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শহিদ আলী। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন উলশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, ইউনিয়ন বিএনপির নেতা জব্বার আলী মেম্বার, বেনাপোল ইউনিয়ন ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. খোকন, সহ-সভাপতি মো. তবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. সবুজ হোসেন, প্রচার সম্পাদক মো. ওমর ফারুক এবং আরও অনেক নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা।

বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের অবদান স্মরণ করে নেতৃবৃন্দ বলেন, “১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে তিনি জাতির ইতিহাসে একটি অনন্য ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে দেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয় এবং পরবর্তীতে তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করে গণতান্ত্রিক রাজনীতির পথ সুগম করেন।”

জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান ও রাষ্ট্রপতি হিসেবে দেশ পরিচালনায় তার ভূমিকা আজও বাঙালি জাতির জন্য অনুপ্রেরণার উৎস।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর