শার্শা: শার্শার কায়বা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী সিরাজুল ইসলাম সিরাজের মায়ের মৃত্যুতে শনিবার (১৮ জানুয়ারি) আয়োজিত জানাজায় সাবেক দপ্তর সম্পাদক ও সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি উপস্থিত ছিলেন।
বাগাআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত জানাজার নামাজ শেষে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন দ্রুত সময়ের মধ্যে আয়োজনের দাবি জানান। তিনি বলেন, “দেশের প্রত্যেকটি জনসাধারণ নির্বাচন চায়, ভোট অধিকার চায়। তারা দীর্ঘ ১৭ বছর ভোট অধিকার থেকে বঞ্চিত। অনেক বয়স্ক বৃদ্ধ আছে তারা চাই যে মৃত্যুর আগে হলেও যেন একবার ভোট দিয়ে মৃত্যুবরণ করতে পারে।”
তিনি আরও বলেন, “নেতা কর্মীদেরকে সকল প্রকার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।” পরবর্তীতে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসুরোগ মুক্তির জন্য মোনাজাত পরিচালনা করেন।
এই অনুষ্ঠানে কয়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাহুল কুদ্দুস, কয়বা ইউনিয়নের যুগ্ম আহবায়ক তাজউদ্দিন আহমেদ, শার্শা থানা বিএনপি’র সদস্য মশিয়ার রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।