Friday, December 5, 2025

যশোরে অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে হত্যার হুমকি: সন্ত্রাসীদের দাপটে আতঙ্কিত গ্রামবাসী

যশোরের মণিরামপুরে এক অবসরপ্রাপ্ত সহকারী সেটেলমেন্ট অফিসারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। স্থানীয় চালুয়াহাটি ইউনিয়ন কৃষক দলের সভাপতি রবিউল ইসলাম নামে এক সন্ত্রাসী এই হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী শামসুর রহমান খান জানিয়েছেন, গত ১৩ আগস্ট রবিউলসহ তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে এসে হত্যার হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হুমকি আরো বাড়িয়ে দেয়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে তিনি আদালতে একটি মামলা দায়ের করেন।

এলাকাবাসী জানিয়েছে, রবিউল আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকলেও সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েছে। তার কারণে গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে পড়েছে।

এদিকে, মামলার তদন্ত কর্মকর্তা মণিরামপুর থানার এসআই আবুল বাশার জানিয়েছেন, তিনি সপ্তাহ খানেকের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেবেন এবং আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর