Friday, December 5, 2025

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের উন্নয়নে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে: আবুল হোসেন আজাদ

কেশবপুর প্রতিনিধি: কৃষকদের মুখে হাসি ফোটাতে বিএনপি প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। তিনি বলেন, “আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান কৃষকদের উন্নয়নে বিদ্যুৎচালিত সেচ যন্ত্র সরবরাহ করেছিলেন এবং খাল কাটা কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের স্বার্থ রক্ষায় তারেক রহমান প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবেন।”

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে কেশবপুর উপজেলার আঠন্ডা-শ্রীফলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মজিদপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল হোসেন আজাদ আরও বলেন, “বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দেশের উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা কাজ করে চলেছেন। অন্যদিকে ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিদেশি প্রভুদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান কচি, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস ও হুমায়ুন কবির সুমন।

অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মিজানুর রহমান, জেলা কৃষক দলের সদস্য ও মনিরামপুর পৌর কৃষক দলের সভাপতি মোস্তফা আনোয়ার, কেশবপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলাম এবং সদস্য সচিব কে এম আজিজুর রহমান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর