বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ, বিভিন্ন প্রকার ঔষধ, সিগারেট এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে। শুক্রবার (১৮ জানুয়ারি) বিজিবির বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে এই সামগ্রীগুলো আটক করা হয়।
(৪৯) বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোষ্ট এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে এই সামগ্রীগুলো জব্দ করা হয়েছে। চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে এই সামগ্রীগুলো ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল।
এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হয় এবং রাষ্ট্রীয় কোষাগারে বিপুল পরিমাণ রাজস্ব হারিয়ে যায়। বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের রাজস্ব রক্ষা এবং যুব সমাজকে মাদকাসক্তি থেকে রক্ষা করার লক্ষ্যে বিজিবি সবসময় সজাগ রয়েছে।







