Friday, December 5, 2025

বেনাপোল রেললাইনের অবৈধ স্থাপনা উচ্ছেদ: রেললাইন নির্মাণ কাজ শুরু

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ যশোরের বেনাপোলে নতুন রেললাইন নির্মাণ কাজের জন্য রেললাইনের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা ও বস্তি ঘর উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন রেলওয়ের সহকারী প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস।

১৬ জানুয়ারি বৃহস্পতিবার ও ১৭ জানুয়ারি শুক্রবার দিনব্যাপী এই উচ্ছেদ অভিযান চালানো হয়। বেনাপোল স্থলবন্দরের ছোট আঁচড়া মোড় থেকে ভবেরবেড় গ্রাম পর্যন্ত নতুন দুইটি এয়ারলাইন নির্মাণের কাজ শুরু হয়েছে। এই কাজের জন্য শত শত বস্তি ঘর ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে যারা রেললাইনের পাশে বসবাস করছিলেন, তাদের আগেই নোটিশ দেওয়া হয়েছিল। তবুও এই উচ্ছেদে অনেক পরিবার অসহায় অবস্থায় পড়েছে। তাদের অনেকে এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।

বেনাপোল রেলওয়ে টিটি মাস্টার পারভীন আক্তার বলেন, “নতুন এয়ারলাইনের কাজের জন্য ছোট আঁচড়া মোড় থেকে ভবেরবেড় গ্রামের বড় মসজিদ পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নির্মাণকাজের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স কোম্পানি।”

এ বিষয়ে তিনি আরও জানান, অবৈধভাবে রেলওয়ের জায়গা দখলকারীদের এক মাস আগেই উচ্ছেদের নোটিশ প্রদান করা হয়েছিল। তবে এই উচ্ছেদ কার্যক্রমে অনেকেই তাদের ঘরবাড়ি হারিয়ে বিপাকে পড়েছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে, নতুন রেললাইন নির্মাণ শেষ হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে।

রাতদিন সংবাদ/আর কে-০৮

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর