কেশবপুর প্রতিনিধি: কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় দিনব্যাপী নানা প্রতিযোগিতার পর ফলাফল প্রকাশিত হয়েছে। ১৪ জানুয়ারি সন্ধ্যায় বিচারকগণ ফলাফল ঘোষণা করেন।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই মেলায় তাদের সৃজনশীলতা ও বিজ্ঞানের জ্ঞান প্রদর্শন করে। প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ পর্যায়ে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ এবং বিশেষ গ্রুপে ভাব বাংলাদেশ প্রথম স্থান অধিকার করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদের পরিচালনায় বিভিন্ন প্রজেক্টের বিচারক হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম এবং সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদ কাজ করেন।
এই বিজ্ঞান মেলার মাধ্যমে কেশবপুরের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলেছে এবং ভবিষ্যতে বিজ্ঞানী হিসেবে আত্মপ্রকাশের সুযোগ পেয়েছে।







