মনিরামপুর প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী অনুষ্ঠিত ৪৬তম বিজ্ঞান প্রযুক্তি মেলা ও তারুণ্যের উৎসবের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ উপজেলার অর্ধশতাধিক প্রতিষ্ঠান এ উৎসবে অংশগ্রহণ করে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিয়াজ মাখদুম, উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ দাস, যুব উন্নয়ন অফিসার রেজাউল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইফুল ইসলাম, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস,এম মজনুর রহমান প্রমুখ।







