তেভাগা আন্দোলনের অগ্রনায়ক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, এবং উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অবিসংবাদিত নেতা কমরেড অমল সেনের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের বাঘারপাড়া উপজেলার বাঁকড়িতে আগামীকাল ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী স্মরণ মেলা। অমল সেন স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি চলবে ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি।
প্রথম দিনের আয়োজন
১৬ জানুয়ারি দুপুর ১২টায় কমরেড অমল সেনের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদানের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। এরপর অনুষ্ঠিত হবে ‘বৈষম্যহীন সমতার সমাজ’ শীর্ষক আলোচনা সভা। এ আলোচনা সভায় অংশগ্রহণ করবেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আফসার আলী, প্রফেসর ইসরারুল হক, ভবদহ পানি নিষ্কাশন কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালী, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক জিল্লুর রহমান ভিটু, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেদ খান, শহীদ আসাদ স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক আবুল বাশার সাইফুদ্দৌলাসহ অনেকে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় দিনের আয়োজন
১৭ জানুয়ারি দুপুর ১২টায় ‘তেভাগা আন্দোলন ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড মাসুদ রানা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হাসান প্রিন্স, জাতীয় কৃষক খেতমজুর সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুস সাত্তার, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, জাতীয় শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক নাজিমউদ্দীনসহ আরো অনেকে। এদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশিত হবে।
তৃতীয় দিনের আয়োজন
১৮ জানুয়ারি ‘মুক্তিযুদ্ধে বামপন্থীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট রাজনীতিবিদ ও লেখক কমরেড রণজিৎ চট্টোপাধ্যায়, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, নারী মুক্তি পরিষদের আহ্বায়ক সখিনা বেগম দীপ্তিসহ অন্যান্য নেতৃবৃন্দ। সন্ধ্যায় থাকবে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক পরিবেশনা।
এই তিনদিনব্যাপী স্মরণ মেলায় আলোচনা সভা ছাড়াও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, সাইকেল রেস, চেয়ার সিটিং প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কমরেড অমল সেনের স্মৃতিকে বাঁচিয়ে রাখার এই উদ্যোগ সবার কাছে তাকে আরো নিবিড়ভাবে পরিচিত করে তুলবে বলে আয়োজকরা আশাবাদী।