Friday, December 5, 2025

বাঘারপাড়ায় লাইসেন্স ছাড়াই সার বিক্রি ও মজুদের অভিযোগে জরিমানা

বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় লাইসেন্স ছাড়াই সার বিক্রি ও মজুদের অভিযোগে এক খুচরা সার ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার শোভন সরকার।

মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গা বাজারে মেসার্স দেবনাথ ট্রেডার্সে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। এসময় উপজেলা কৃষি অফিসার সাইয়েদা নাসরিন জাহান উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানায়, লাইসেন্স ছাড়াই সার বিক্রি ও মজুদ করা হচ্ছে এমন খবরে ধলগ্রাম ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে অভিযান চালানো হয়। এসময় মেসার্স দেবনাথ ট্রেডার্সে অভিযান চালিয়ে ৩৮ বস্তা ইউরিয়া, ৩০ বস্তা টিএসপি, ১৯ বস্তা ডিএপি, ১০ বস্তা এমওপি উদ্ধার করা হয়। পরে ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও দোকানে মজুদকৃত সার সরকারি মুল্যে বিক্রির ব্যবস্থা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার শোভন সরকার জানান, লাইসেন্স ছাড়াই সার বিক্রি ও মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর