Friday, December 5, 2025

বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের সর্বোচ্চ মজুরি: ৯২৫ ইউনিয়নের সফল উদ্যোগ

বেনাপোল: বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক স্থাপন করেছে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫। তাদের উদ্যোগে শ্রমিকরা এই প্রথম সর্বোচ্চ বেতন মজুরি পেয়েছে। একইসঙ্গে সঞ্চয়কৃত অর্থ ফিরে পাওয়ার মধ্য দিয়ে শ্রমিকদের আর্থিক নিরাপত্তার একটি নতুন অধ্যায় শুরু হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বেনাপোল স্থলবন্দর মিলনায়তনে এ উপলক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। ৯২৫ ইউনিয়নের সভাপতি মো. আসাদুলের সভাপতিত্বে এবং আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে শ্রমিকরা তাদের নেতাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন।

সম্মেলনে ৯২৫-এর সাধারণ সম্পাদক মো. শহিদ আলী শ্রমিকদের উদ্দেশে বলেন, “আমি যতদিন আছি, আপনাদের পরিশ্রমের অর্থ সুরক্ষিত থাকবে। আমাদের কোনো কর্মকর্তা আপনাদের অর্থের অপব্যবহার করবে না। আপনারা সব সময় আমাদের পাশে পাবেন।”

তিনি আরও উল্লেখ করেন, খুলনা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং যুবদলের সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ নিয়মিত শ্রমিকদের পরিস্থিতি ও বেনাপোল স্থলবন্দরের উন্নয়নে খোঁজখবর নিচ্ছেন।

অনুষ্ঠানে শ্রমিকরা মজুরি বৃদ্ধি ও সঞ্চয় ফেরতের জন্য ইউনিয়নের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। তারা জানান, এই উদ্যোগ তাদের জীবনে স্বস্তি এবং আর্থিক উন্নয়নের সুযোগ এনে দিয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, যুবদল নেতা রায়হানুজ্জামান দিপু, ইউনিয়নের সহ-সভাপতি মো. তবিবুর রহমান, কোষাধ্যক্ষ মো. সবুজ হোসেন, এবং প্রচার সম্পাদক মো. ওমর ফারুকসহ ৯২৫ ইউনিয়নের নেতৃবৃন্দ।

ইউনিয়নের নেতারা জানিয়েছেন, তারা শ্রমিকদের কল্যাণে কাজ চালিয়ে যাবেন। একইসঙ্গে বন্দরের কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ গ্রহণ করবেন। শ্রমিকদের অধিকার সুরক্ষা ও উন্নয়নে এমন উদ্যোগ ভবিষ্যতে আরও অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর