Friday, December 5, 2025

দীর্ঘ আড়াই বছর পর বেনাপোলে বিএনপি নেতা আব্দুল আলীমের মরদেহ উত্তোলন

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল: যশোরের বেনাপোলে বিএনপি নেতা আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিনের উপস্থিতিতে বেনাপোলের ৭ নম্বর ওয়ার্ডে তার মরদেহ উত্তোলন করা হয়। উত্তোলনের সময় স্থানীয় শতশত মানুষ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

২০২২ সালের ১৬ আগস্ট বেনাপোল বাজারের মিলন মার্কেটে বিএনপি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে হামলার শিকার হন আব্দুল আলীম। হামলায় পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও এক মাস পর, ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর, তিনি মৃত্যুবরণ করেন। তবে তখন তার পরিবার কোনো ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করে।

দীর্ঘ দুই বছর পর, ২০২৪ সালের ১৮ নভেম্বর, আব্দুল আলীমের স্ত্রী হাসিনা খাতুন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৫ জন নেতাকর্মীসহ অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে আব্দুল আলীমের মৃত্যুকে হত্যা বলে দাবি করা হয়।

মামলার সঠিক তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে বুধবার আব্দুল আলীমের মরদেহ উত্তোলন করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। মরদেহ উত্তোলনের সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সঠিক তদন্ত ও বিচারের দাবি জানান।

আব্দুল আলীমের এই হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রশাসন কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদনই দিতে পারে ঘটনার আসল রহস্যের খোঁজ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর