Friday, December 5, 2025

মনিরামপুরে প্রেমিককে নিয়ে পালানোর সময় দুর্ঘটনায় প্রেমিকার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলায় প্রেমিকের সঙ্গে পালানোর সময় মাটিবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে অনিমা দাস (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার পলাশী পূর্বপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিমা দাস সদর উপজেলার কল্যানদাহ গ্রামের বিন্দু দাসের মেয়ে। আহতরা হলেন উত্তম দাস (১৭) এবং তার বন্ধু বাঁধন দাস। তারা দুজনই মনিরামপুর থানার লাউড়ি গ্রামের বাসিন্দা।

নিহত অনিমার বাবা বিন্দু দাস জানান, দীর্ঘদিন ধরে অনিমা ও উত্তমের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি। এই কারণেই উত্তম ও তার বন্ধু বাঁধন অনিমাকে নিয়ে পালানোর পরিকল্পনা করে। পালানোর পথে পলাশী পূর্বপাড়ায় তাদের মোটরসাইকেল একটি মাটিবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে ঘটনাস্থলেই অনিমার মৃত্যু হয়।

খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল হান্নান জানান, দুপুর ২টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে একটি ডিসকাভার মোটরসাইকেল ও তিনজনকে মাটিতে পড়ে থাকতে দেখেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাদের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় মেয়েটির মৃত্যু নিশ্চিত করা হয়।

তিনি আরও জানান, আহত উত্তম ও বাঁধনকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ট্রাকটি এখনো আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর