Wednesday, February 19, 2025

শার্শায় ৪৬তম জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

শার্শা উপজেলা প্রতিনিধি : যশোরের শার্শায় বিজ্ঞানের জ্যোৎস্না ছড়িয়ে পড়েছে ৪৬তম জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার আয়োজনে। মঙ্গলবার সকালে শার্শা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলোর প্রশংসা করেন।

এই মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শনের জন্য বিভিন্ন মডেল ও প্রকল্প তৈরি করেছে। মেলায় মূলত পরিবেশবান্ধব প্রযুক্তি, দৈনন্দিন জীবনকে সহজতর করার নতুন উপায় এবং বিজ্ঞানের বিভিন্ন শাখা সম্পর্কিত আবিষ্কারের প্রদর্শনী করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও শার্শা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ জাগানো এবং তাদেরকে নতুন নতুন উদ্ভাবনের জন্য উৎসাহিত করা।

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর