জাকির হোসেন(কেশবপুর)প্রতিনিধি: সারাদেশের ন্যায় কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে দিনটির সূচনালগ্নে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয় ।
পরে উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কেশবপুর থানা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জাতীয় পাটি, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কেশবপুর প্রেসক্লাব, নিউজক্লাব,উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন । পুস্পমাল্য অর্পণ শেষে শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর শহীদ মিনার চত্বরে অবস্থিত অস্থায়ী মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন শেষে বাংলাদেশ পুলিশ বাহিনী কর্তৃক জাতীয় পতাকার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। এরপর উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ , আওয়ামিলীগ, বিএনপি নিজ নিজ দলীয় কার্য্যালয় আলোচনা সভা ও দোয়াও মাহফিল অনুষ্ঠিত হয়েছে । এ ছাড়াও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেআলোচনা সভা ও দোয়াও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।







