Friday, December 5, 2025

মণিরামপুর বিএনপি নেতা ইকবালের মায়ের ইন্তেকাল

যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র এ্যাড. শহীদ ইকবাল হোসেনের মা রাবেয়া বেগম (৯০) বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন।

সোমবার সকাল ৮ টার দিকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি মণিরামপুর সদর ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান বিশিষ্ট্য শিক্ষাবিদ, সমাজেসেবক ও বরণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ফতেয়াবাদ গ্রামের মরহুম ডাক্তার মহিউদ্দীনের স্ত্রী। বিএনপির নেতা বর্তমান সদর ইউনিয়নের চেয়ারম্যান নিস্তার ফারুকের মা। মৃত্যুকালে তিনি ৯ সন্তানের মধ্যে ৫ ছেলে ও ৩ মেয়েসহ নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে তার এর মৃত্যুর খবর পেয়ে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা নেতৃবৃন্দ মরহুমার বাসভবনে এসে নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শান্তনা দেন।

মরহুরমের জানাজা আসরবাদ মণিরামপুর সরকারী ডিগ্রী কলেজের মাঠ অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। জানাজায় জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্নস্তারের নেতা-কমীসহ বিভিন্ন স্তারের রাজনৈতিক, সমাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির আহবায়ক শহীদ ইকবালের মায়ের মৃত্যুতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা গভীর শোক প্রকাশ করেছেন।

রাতদিন সংবাদ/আর কে-১৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর