যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে এবং অবৈধভাবে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশীকে আটক করেছে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকীর নেতৃত্বে শিকারপুর বিওপি, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ৩,৪৪,৯৪০ টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় শাড়ি, কম্বল, তৈরি পোশাক, থ্রি-পিস, চাদর, বিভিন্ন প্রকার মলম, পান মসলা, পাতার বিড়ি, সিগারেট, ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে।
এসময় সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে বাগেরহাট জেলার বুড়িগাংনী গ্রামের আয়েত আলী বিশ্বাসের মেয়ে হাসি খানম (৩৫) এবং মৃত আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ (১০) নামে দুই বাংলাদেশীকে আটক করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি’র অভিযান নিয়মিত চলবে।
এলাকাবাসী বিজিবি’র এই তৎপরতাকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
রাতদিন সংবাদ/আর কে-০১







