ভারতে হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) সংক্রমণের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে।
শনিবার সকাল থেকেই বেনাপোল দিয়ে ভারত থেকে আসা সকল যাত্রীকে মাস্ক পরিধান করতে হচ্ছে। এছাড়া যাদের জ্বর বা ঠান্ডা লাগা, কাশি হচ্ছে তাদেরকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে। বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডঃ আব্দুল মজিদ জানিয়েছেন, ভারতে এই ভাইরাসের সংক্রমণ ঘটায় বাংলাদেশেও এর ঝুঁকি রয়েছে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানির পণ্য নিয়ে যাতায়াতকারী ট্রাকচালক ও সহকারীদেরও পরীক্ষা-নিরীক্ষার পর বেনাপোল বন্দরে প্রবেশ করানো হচ্ছে।
এইচএমপিভি একটি নতুন ধরনের ভাইরাস যা শ্বাসতন্ত্রের সংক্রমণ ঘটায়। এই ভাইরাসের লক্ষণগুলো সাধারণ সর্দি-কাশির মতো হতে পারে। তবে কিছু ক্ষেত্রে এটি গুরুতর রোগে পরিণত হতে পারে।







