Friday, December 5, 2025

কেশবপুর সাগরদাঁড়িতে অশ্লীলতা বাদ দিয়ে হবে মধুমেলা: যশোর জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মধুমেলায় এবার অশ্লীলতার পরিবর্তে শালীনতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব দেওয়া হবে। যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম জানিয়েছেন, ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব সমুন্নত রেখে এবারের মধুমেলা হবে একটি পরিপূর্ণ, উৎসবমুখর আয়োজন।

শনিবার যশোর জেলা প্রশাসনের উদ্যোগে কেশবপুরের সাগরদাঁড়ির মধুমঞ্চে অনুষ্ঠিত এক আইনশৃঙ্খলা বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “অশ্লীলতা পরিহার করে শালীনতার ভেতর দিয়েই মধুমেলা অনুষ্ঠিত হবে। দর্শনার্থীদের জন্য বিনোদনের পাশাপাশি ঐতিহাসিক গুরুত্ব এবং মধুসূদনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের বিষয়টি গুরুত্ব দেওয়া হবে।”

এসময় তিনি মধুমেলা চলাকালীন দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতির কথা জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, এনএসআই যশোরের যুগ্ম পরিচালক আবু তাহের পারভেজ, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনসহ বিভিন্ন প্রশাসনিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

মধুসূদন একাডেমির পরিচালক কবি খসরু পারভেজ জানান, জেলা প্রশাসনের আয়োজনে এবারের মধুমেলা জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। ২৪ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলা সপ্তাহব্যাপী এ মধুমেলায় সাগরদাঁড়ির মধুপল্লি, বিদায় ঘাট, কপোতাক্ষ নদ পাড়, জমিদার বাড়ির আম্রকাননসহ মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হবে।

মধুমেলার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার বিষয়েও সভায় আলোচনা হয়। উপস্থিত সবার মতামত নিয়ে শান্তিপূর্ণভাবে উৎসবটি সম্পন্ন করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মধুসূদনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি ঐতিহ্যবাহী এ মেলাটি সাগরদাঁড়ির সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্বকে তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর