মহান বিজয় দিবস উপলক্ষে ঝাড়ুর স্ট্যান্ডে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগ উঠেছে যশোরের মণিরামপুর সোনালী ব্যাংক লিমিটেডের শাখার বিরুদ্ধে। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে এই সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথ, থানার ওসি রফিকুল ইসলাম ও ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউএনও’র উপস্থিতি টের পেয়ে দ্রুত স্ট্যান্ড পরিবর্তন করেছেন শাখাটির কর্তৃপক্ষ।এদিকে ঝাড়ুর স্ট্যাডে জাতীয় পতাকা উত্তোলনের ছবি ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। সর্বমহল থেকে ব্যাংকের এ শাখা ব্যবস্থাপকের শাস্তির দাবি উঠেছে।জানাযায়, বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াসহ উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বুধবার ভোর থেকে মানুষ দলেদলে উপজেলা পরিষদ চত্বরে আসেন। পরিষদের পাশেই সোনালী ব্যাংকের মণিরামপুর শাখা। বিজয় দিবস উপলক্ষে বুধবার সকালে ব্যাংকের পক্ষ থেকে পতাকা উত্তোলনের বিষয়টি নজরে আসে তখন। ব্যাংক কর্তৃক জাতীয় পতাকার অবমাননার বিষয়ে অনেকে ক্ষোভে ফেটে পড়েন। এরপর ব্যাংকের লোগোসহ ঝাড়ুর স্ট্যান্ডে উত্তোলন করা জাতীয় পতাকার ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।







