টঙ্গী ইজতেমা মাঠে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে যশোরে বৃহৎ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে তাবলীগ জামাতের শুরায়ে নেজামের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা টঙ্গী ইজতেমা মাঠে হামলাকারী সাদপন্থীদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করা এবং হত্যাকাণ্ডে জড়িতদের জামিন বাতিল করে দ্রুত গ্রেফতারের দাবি জানান। তারা বলেন, ইসলামকে ধ্বংস করার জন্য সাদপন্থীরা উঠে পড়ে লেগেছে। তাদেরকে যারা প্রশ্রয় দিচ্ছে তাদেরকে ছেড়ে দেয়া হবে না।
জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী সভাপতিত্ব করেন এ সমাবেশে। জেলা ইমাম পরিষদের সাবেক সভাপতি, দারুল আরকাম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান, জেলা তাবলীগের শুরা সদস্য মুফতি মাওলানা শফিউল্লাহসহ একাধিক ধর্মীয় নেতা বক্তৃতা করেন।
নেতৃবৃন্দ বলেন, টঙ্গীর এজতেমা ময়দানে একটিই মাত্র এজতেমা হবে। দেশের কোন মারকাজ আর ছেড়ে দেয়া হবে না। মসজিদ থেকে সাদপন্থীদের বের করে দেয়া হবে।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।