স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর): বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল এবং বাঘারপাড়া ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি নুরে আলম সিদ্দিকী শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক শামসুল হকের কবরে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।
নাড়িকেলবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে অবস্থিত মরহুম শামসুল হকের কবরে গিয়ে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তার সাথে ছিলেন ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ার হোসেন, সহকারি শিক্ষক শাহিনুর রহমান, সেচ্ছাসেবক দলের ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক ইসতিয়াক আহমেদ চঞ্চলসহ, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এর আগে দুপুরে নুরে আলম সিদ্দিকী দোহাকুলা ইউনিয়নের খলসী গ্রামে একটি নামাজে জানাজায় অংশগ্রহণ করেন।
শামসুল হক বাঘারপাড়ার রাজনীতির একজন প্রবীণ ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় রাজনীতির এক শূন্যতা সৃষ্টি হয়েছে।







