Friday, December 5, 2025

বাঘারপাড়া মহিলা কলেজে সভাপতি পরিবর্তন: নতুন দায়িত্ব পেলেন আকতার সিদ্দিকী

স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়া মহিলা কলেজে আজ নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিএম আকতার সিদ্দিকী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এই পদে দায়িত্বরত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান।

নতুন সভাপতি আকতার সিদ্দিকী বাঘারপাড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল খালেক বিশ্বাসের পুত্র। অন্যদিকে তানিয়া রহমান কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেনের স্ত্রী। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে তানিয়া রহমান বাঘারপাড়ার মীর্জাপুর আদর্শ মহিলা কলেজের সভাপতি হিসেবেও দায়িত্ব পেয়েছিলেন।

এই পরিবর্তনের ফলে বাঘারপাড়া মহিলা কলেজের পরিচালনা পর্ষদে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করা হচ্ছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর