Friday, December 5, 2025

বাঘারপাড়ার দরাজহাটে তারুণ্যের উৎসব উদযাপিত

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” – এই স্লোগানে উজ্জীবিত হয়ে যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়ন পরিষদ ভবনে গত বৃহস্পতিবার (১১ টা) আয়োজন করা হয় এক বর্ণাঢ্য তারুণ্যের উৎসব।

দরাজহাট ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে এ উৎসবের উদ্বোধন করেন বাঘারপাড়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শোভন সরকার। উৎসবে দরাজহাট ইউনিয়নের ৮টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক, ইউনিয়ন পরিষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও শোভন সরকার বলেন, “জুলাই বিপ্লবকে ধারণ করে তারুণ্যের শক্তি ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে এদেশের ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজিসহ সব ধরনের অন্যায় রুখে দিতে হবে। চব্বিশের বিপ্লব আমাদের সামনে নতুন দিগন্ত খুলে দিয়েছে।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার তরুণদের সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে। এই উৎসব তরুণদের অনুপ্রাণিত করতে এবং তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইখলাজ হোসেন, বিএনপি নেতা হাফিজুর রহমান এবং জামায়াতে ইসলামের প্রতিনিধি মনিরুজ্জামান লাল্টু।

উৎসবটি তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর