নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে সংঘর্ষে প্রাণ হারিয়েছে রিয়াদ হোসেন (১৬) নামে এক কিশোর। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অপর মোটরসাইকেলের চালক মুস্তাফিজ রহমান (২৫)। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কালিবাড়ি-মনোহরপুর সড়কের বকুলতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াদ হোসেন যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। আহত মুস্তাফিজ রহমান মণিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামের আহাদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিয়াদ দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে কালিবাড়ি থেকে মনোহরপুরের দিকে যাচ্ছিল। অপরদিকে, মুস্তাফিজ মনোহরপুর থেকে মণিরামপুরের দিকে আসছিলেন। বকুলতলা পলাশের ঘেরের সামনে এসে তাদের মোটরসাইকেল দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিবাড়ি মোড়ে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস জানান, “দুইজনকেই যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছিল। শুনেছি, হাসপাতালে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে।”
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহত দুইজনকে হাসপাতালে আনা হলে দেখা যায়, রিয়াদ হোসেন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, “দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হন। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”







