Friday, December 5, 2025

মহান বিজয় দিবস উপলক্ষে যশোরে নানা আয়োজন

মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসকল কর্মসূচির মধ্যে রয়েছে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা।

সকল সরকারি বেসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবন, বিপণীবিতানে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৬টা ৩৭ মিনিটে বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ। সকাল সাড়ে ১০ টায় কালেক্টরেট সভাকক্ষে শিশু একাডেমি আয়োজিত শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। সকাল ১১ টায় কালেক্টরেট সভাকক্ষে ভার্চ্যয়ালি আলোচনা সভা। বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির ও গির্জায় প্রার্থনা। হাসপাতাল, কেন্দ্রীয় কারাগার, কিশোর উন্নয়ন কেন্দ্র, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে-কেয়ার, শিশু পরিবার ও ভবঘুরে আশ্রয় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন। সিভিল সার্জন কার্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে শিশুদের চিকিৎসা সেবা প্রদান। কেশবপুরের মধুপল্লীর যাদুঘর উন্মুক্ত রাখা হবে। এছাড়া, জেলা বিএনপির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে সকাল ১১ টায় শীতবস্ত্র বিতরণ। বিকেল ৩ টায় দলীয় কার্যালয়ে নগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা। এসএসসি বন্ধন ২০০১ যশোরের উদ্যোগে সকাল ১০ টায় বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও ভোলা ট্যাঙ্ক রোডে বেলা ১২ টায় বিতরণ করা হবে শীতবস্ত্র। যশোর জেলা উদ্যোক্তা ফোরামের উদ্যোগে সকাল নয়টায় শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর