মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ স্কাউটস মণিরামপুর উপজেলার নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রের মাধ্যমে ০৫ আগস্ট ২০২৪ তারিখের আগে গঠিত সকল স্কাউটস কমিটি বিলুপ্ত করে নতুন এডহক কমিটি গঠনের নির্দেশনা জারি করা হয়।
সে মোতাবেক সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্নার সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পরিচিতি ও প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও এডহক কমিটির সদস্য সচিব মো. আকরাম হোসেন খান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আফজাল উর রহমান, বাগডাঙ্গা-দোহাকুলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল ইসলাম, পৌরসভা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির এবং জালঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাকিল আলম।
উপজেলা স্কাউটসের এডহক কমিটিকে ১৫ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এই কমিটির মাধ্যমে স্কাউটসের কার্যক্রম আরও সুসংগঠিত এবং গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।







