Friday, December 5, 2025

অভয়নগরে ট্রাকের টায়ার বিস্ফোরণে হেলপার নিহত, চালকসহ আহত ২

অভয়নগর (যশোরপ্রতিনিধি:যশোরের অভয়নগরে ট্রাকের টায়ার পরিবর্তন করতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় সবুজ (২৭) নামের ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাই স্বাধীন ও ট্রাক চালক আতিকুর রহমান। সোমবার রাতে উপজেলার বেঙ্গলগেট এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ও আহতদের বাড়ি কুষ্টিয়া জেলার বিরামপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত আনুমানিক ৯ টার দিকে যশোর-খুলনা মহাসড়ের বেঙ্গলগেট এলাকায় যশোরগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১৩- ০৯২১) দাঁড়িয়ে পড়ে। এ সময় ট্রাকের হেলপার, চালক ও অপর এক যুবক ট্রাক থেকে নেমে সামনের একটি চাকা পরিবর্তনের কাজ শুরু করে। হঠাৎ বিকটশব্দে টায়ারের বিস্ফোরণ ঘটলে তিনজন মাটিতে লুটিয়ে পড়েন। পরে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা তিনজনকে উদ্ধার করে নিয়ে যায়।

নওয়াপাড়া ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে কালের কণ্ঠকে জানায়, ট্রাকের টায়ার পরিবর্তন করার সময় বিকটশব্দে টায়ারের বিস্ফোরণ ঘটে। এতে আহত হয় কুষ্টিায়া জেলার বিরামপুর গ্রামের কিপা মণ্ডলের ছেলে সবুজ (২৭) ও তাঁর ভাই স্বাধীন (৩২) এবং বাদশা পরামাণিকের ছেলে আতিকুর রহমান (৩২)। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত বলে ঘোষণা করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর