Friday, December 5, 2025

কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন: সভাপতি আসাদুজ্জামান, সম্পাদক হান্নান

মোঃ জাকির হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ দীর্ঘ দুই যুগপর গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিরতিহীন দুপুর ২টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হয়েছেন কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান।
মোট ভোটার ৭৫জন এরমধ্যে ভোট প্রদান করেন ৬৫জন। ৫টি পদে ভোট হয়। এর মধ্যে ৩টি পদে প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ২টি পদে মধ্যে সম্পাদক পদে ৪জন ও সহসম্পাদক ২জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সম্পাদক পদে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সহকারী অধ্যাপক বুলবুল কুদ্দুস, প্রভাষক আব্দুর রউফ, প্রভাষক মোঃ আব্দুল হান্নান প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রভাষক মোঃ আব্দুল হান্নান ২৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী বুলবুল কুদ্দুস ২৮ভোট। সহ-সম্পাদক পদে প্রভাষক বাহারুল আলম ৩৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রভাষক কবিরুল ইসলাম ২৫ভোট। নির্বাচনে বিনাপ্রতিদ্বিতার বিজয়ী  কোষাধ্যক্ষ পদে অধ্যাপক নাজমুল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রবেশ কুমার দাস, ক্রীড়া সম্পাদক পদে আব্দুস সাত্তার নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত শিক্ষক পরিষদের নেতৃবৃন্দরা অধ্যক্ষ কে শুভেচ্ছা জানায়।
রাতদিন সংবাদ/আর কে-০৯
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর