Friday, December 5, 2025

চৌগাছায় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) পতিনিধিঃ যশোরের চৌগাছায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) দুপুর ১২টায় চৌগাছা উপজেলার মেইন স্ট্যান্ডে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রমিক অফিসের প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসীম উদ্দীন, যুগ্ম আহ্বায়ক ইমন হাসান রকি, পৌর কমিটির আহ্বায়ক হাকিম রেজা, সদস্য সচিব মেহেরান হাসান জিতু, পৌর ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোবারক হোসেন মামুন, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন এবং সদস্য সচিব রাকিব হোসেন।

অনুষ্ঠানে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

রাতদিন সংবাদ/আর কে-০৬

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর