ছেলেদের কাছে খাবার পাননি বৃদ্ধ মা-বাবা। উপরন্তু, পুত্রবধূদের কাছে হয়েছেন নিগৃহীত। অনাহারী মা বাধ্য হয়ে ভরণ পোষণের দাবিতে আদালতে ছেলেদের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনাটি যশোরের চৌগাছা উপজেলার সলুয়া গ্রামের। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ বিষয়টি আমলে নিয়ে দু’ ছেলের বিরুদ্ধে সমন জারি করেছেন। আসামিরা হলেন জোহরার দু’ ছেলে লিটন ও ইব্রাহীম।মামলায় বাদী উল্লেখ করেছেন, তার দু’ ছেলে একই বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন। ছয় মাস সন্তানেরা বৃদ্ধ মা-বাবার কোনো খোঁজ নেন না। এমনকী তাদের খাবারের জন্য খরচও দেন না। মা-বাবা অনাহারে দিনাতিপাত করছেন। এ বিষয়ে ছেলেদের কাছে ধর্ণা দিলে তারা কোনো সদুত্তর দেননি। উপরন্তু, পুত্রবধূরা শ্বশুর-শাশুড়িকে মারপিট করেন। বাধ্য হয়ে বৃদ্ধা জোহরা আদালতে ভরণ পোষণের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন।
রাতদিন সংবাদ







