মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শাহিন আলম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে মণিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামে ঘটনাটি ঘটে। শিশুটির বাবা সাহেব আলীর ছেলে।খবর পেয়ে রাত সাড়ে সাতটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শাহিন মৃগীরোগী ও প্রতিবন্ধী। সোমবার দুপুরে সে মা জাহানারা বেগমের সাথে নিজেদের পুকুরে গোসল করতে যায়। গোসল সেরে মা বাড়ি ফিরলেও থেকে যায় শাহিন। পরে আর বাড়ি ফেরেনি শিশুটি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে বিকেল সাড়ে তিনটার দিকে পানিতে নেমে ডুবন্ত অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে শিশুটিকে মণিরামপুর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্বজনরা বলেন, মাসখানেক আগে একবার শাহিন পানিতে ডুবে যায়। পরে হাসপাতালে আনলে সে সুস্থ হয়ে ওঠে।মণিরামপুর থানার এসআই দিপক দত্ত বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। শিশুটির নাক দিকে রক্ত বের হয়েছে। সন্দেহ হওয়ায় হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছি। কাল মঙ্গলবার সকালে লাশ মর্গে পাঠানো হবে।







