এর আগে এ দিন সকালে মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের অর্থায়নে তিন দিনব্যাপী (২৯-৩১ ডিসেম্বর) এই কৃষিমেলায় শস্য চিত্রে জাতীয় পতাকা ও চৌগাছা উপজেলার মানচিত্র, খাল খননে কৃষির উন্নয়ন, শাক-সবজি ও ফলের পরিচিতি, প্রদর্শন ও সংরক্ষণ, ফল বাগান, মাছ চাষ ও পুকুর পাড়ে সবজির উৎপাদন বিষয়ক প্রদর্শন এবং বিভিন্ন খাদ্যপণ্য তৈরিসহ ১৫টি স্টল দেওয়া হয়েছে। উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসেন, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান হামিদ মল্লিক, অতিরিক্ত কৃষি অফিসার মিজানুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (এসএপিপিও) শামিম খান, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, তাপস অধিকারী, নাজমুল হোসেন, এসএএও বাদশাহ ফয়সাল, মনিরুল ইসলাম, গোলাম হোসেন, মেহেরুন্নেছা রিমা, রেহেনা খাতুন, রাশেদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
রাতদিন সংবাদ/আর কে-০৫