কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেন, দলের নিদের্শনার বাইরে গেলে দল কিন্তু কাউকে ক্ষমা করবে না, ইতি মধ্যে কয়েক জনকে বহিষ্কার ও পদ স্থগিত করা হয়েছে। আমি কঠোর ভাষায় যারা বিএনপি করেন তাদের বলতে চাই আপনাদের সত্যতার মাধ্যমে ও নিষ্ঠা মাধ্যমে কেশবপুরের বিএনপিকে প্রতিষ্ঠিত করতে হবে। সাধারণ মানুষের উপর কোন অত্যাচার সালিশ বিচার করতে পারবেন না।
গত ২৭ ডিসেম্বর রাতে কেশবপুর সাগরদাঁড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বাঁশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন মিন্টু সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খাঁন ,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।
একইদিন বিকালে তেইশ মাইল বাজারে সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কার সিদ্দিক বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা,থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার রেজাউদ্দৌলা নিজাম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন প্রমূখ।
এছাড়া একই দিন উপজেলার মজিদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওয়ার্ডের বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, পাঁজিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওয়ার্ডের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, সুফলাকাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওয়ার্ডের আজিজের মোড়ে ও সদর ইউনিয়নের ৫নং ও ৬নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত পরিচিতি ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
রাতদিন সংবাদ/আর কে-১০







