স্থানীয় সূত্রে জানা যায়, টিটা বাজিদপুর গ্রামের ইয়াসিন হোসেনের স্ত্রী আলফাতুন নেছা (৩২) ও তাদের মেয়ে আমেনা (৪) কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বৌমা-শাশুড়ি সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ আলফাতুন নেছার ওড়না একটি ইঞ্জিন ভ্যানের চাকার সাথে পেঁচিয়ে পড়ে। এতে তিনি ও তার মেয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আলফাতুন নেছার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর বা খুলনা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মেয়ে আমেনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে, এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
রাতদিন সংবাদ/আর কে-১৮







