Friday, December 5, 2025

কেশবপুরে বৌমা-শাশুড়ি সমাবেশ: সেরা ১০১ বৌমা-শাশুড়িকে শাড়ী উপহার

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের কেশবপুরের হাসানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৌমা-শাশুড়ি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

যশোর জেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদক নাজমা সুলতানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদের সহধর্মিণী রেহানা আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন ও ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সোহেল মেহেদী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন থানা মহিলা দলের নেত্রী নুরুন্নাহার নূরী, রুবিয়া খাতুন এবং ইউনিয়ন কৃষকদলের সভাপতি প্রভাষক আবু হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাকরের সঞ্চালনায় সমাবেশ শেষে ইউনিয়নের সেরা ১০১ জন বৌমা-শাশুড়িকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শাড়ি উপহার দেওয়া হয়।

বক্তারা দলীয় ঐক্য, নারী নেতৃত্বের উন্নয়ন এবং বৌমা-শাশুড়ির সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশটি ইউনিয়নের বিভিন্ন স্তরের নারীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে।

রাতদিন সংবাদ/আর কে-০৮

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর