Friday, December 5, 2025

কেশবপুরে হারিয়ে যেতে বসেছে বাঁশ শিল্প

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ কেশবপুর উপজেলার ১৪৪টি গ্রামে একসময় বাঁশ শিল্পের ব্যাপক কদর ছিল। তবে কালের পরিবর্তনে এবং এ্যালুমিনিয়াম, স্টিল ও প্লাস্টিকের পণ্যের দাপটে বাঁশের তৈরি জিনিসপত্র হারিয়ে যেতে বসেছে। এখনো যেসব কারিগর এ পেশায় টিকে আছেন, তাদের অবস্থাও ভালো নয়।

বাঁশ দিয়ে তৈরি হতো হাঁস-মুরগি রাখার খাঁচা, ঝুড়ি, ডালা, কুলো, ডোল, মুরগির ঘর, মাছ ধরার ফাঁদ, চাটাই, খই ঝাড়ার চালোনসহ নানাবিধ পণ্য। দশ বছর আগেও এ শিল্পের সঙ্গে প্রায় ১০ হাজার মানুষ জড়িত ছিলেন। বর্তমানে এই সংখ্যা তিন হাজারেরও কম।

কারিগর হারাধন বলেন, আগে যে বাঁশ ২০ টাকায় কিনতাম, এখন সেই বাঁশ ২০০ থেকে ২৫০ টাকায় কিনতে হয়। কিন্তু বাঁশের তৈরি পণ্যের দাম সেই অনুপাতে বাড়েনি। এ কারণে এই পেশা ছেড়ে দিতে মন চায়, কিন্তু পারছি না। বাপ-দাদার পেশা ধরে রাখার চেষ্টা করছি। তবে আর কতদিন ধরে রাখতে পারবো জানি না।

বাঁশের আবাদও আশঙ্কাজনকভাবে কমে গেছে। আগের তুলনায় এখন আবাদ এক-চতুর্থাংশও নেই। গ্রামগুলোতে একসময় বাঁশ কাটা ও প্রস্তুত করার মড়মড় শব্দ শোনা যেত, যা এখন প্রায় বিলীন হয়ে গেছে।

বাঁশ শিল্পের কারিগরদের মতে, এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতা জরুরি। উপযুক্ত পদক্ষেপ নেওয়া হলে এ ঐতিহ্যবাহী শিল্পকে রক্ষা করা সম্ভব।

রাতদিন সংবাদ/আর কে-১৬

 

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর