শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় সরিষার ফুলে ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন। বিশাল বিশাল মাঠ হলুদ রঙে ছেয়ে গেছে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কম সময় ও স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় পতিত জমিতে সরিষা উৎপাদনে ঝুঁকেছেন চৌগাছা কৃষকরা।
উপজেলার বিল অঞ্চলে চলছে সরিষা চাষের বিপ্লব। মাঠগুলো যেন হলুদ চাদরে মোড়া। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রকৃতির রূপ বদলে গেছে। পৌষের বিন্দু বিন্দু শিশির ভেজা মাঠভরা সরিষা ফুলের মৌ-মৌ সুঘ্রাণ ও সৌরভ চারদিকে ছড়িয়ে পড়েছে। হলুদ রঙের আভার সাথে বাতাসে ভাসছে মৌ মৌ গন্ধ। সরিষা ফুলে মৌমাছিরা গুন গুনিয়ে মধু আহরণ করছে।
উপজেলা সফল সরিষা চাষী সন্দীপ ঘোষ বলেন, সরিষা চাষে আমরা কৃষকরা বেশ লাভবান হচ্ছি। এবছর সরিষার গাছ ভালো হয়েছে। ভালো ফুল ফুটেছে বলে ভালো ফলনও আশা করা যায়।
উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন জানান, ভোজ্যতেলের আমদানি কমানোর লক্ষ্যে পরিকল্পিতভাবেই দেশে সরিষার আবাদ বাড়ানো হচ্ছে।
আর কে-০৪