আজম খাঁন, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদের অভ্যান্তরে নির্মিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠান। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার শোভন সরকার। এসময় বক্তব্য রাখেন , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, প্রাণি সম্পদ কর্মকর্তা শামছুল আরেফিন, বীরমুক্তিযোদ্ধা সাবেক অতিরিক্ত সচিব সন্তোষ কুমার অধিকারী, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা খন্দকার শহিদুল্যাহ প্রমুখ।







