নতুন গঠিত কমিটির উপদেষ্টা হিসেবে মঙ্গলকোট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুল ইসলাম, বিএনপির সভাপতি মোস্তক সরদার, মশিয়ার, রাশেদুল ইসলাম, আব্দুল হামিদ ও জয়দেব কুমার বৈরোগ্যকে নির্বাচিত করা হয়।
কমিটির সভাপতি হিসেবে ফারুক সরদার, সহ-সভাপতি হিসেবে রবি সরদার, মস্তফা সরদার, মশিয়ার গাজী এবং সাধারণ সম্পাদক হিসেবে শাহিনুর রহমানকে নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যগণ হলেন, জসির, ইমরান গাজী, যুগ্ম সম্পাদক শাহীন আলম, আজারুল বিশ্বাস, জুলু বিশ্বাস, রাসের শেখ, সাংগঠনিক সম্পাদক ছাদ্দাম বিশ্বাস, তৈয়েবুর শেখ, বাবু গাজী, প্রচার সম্পাদক রাশিদুল সরদার, সাইদ, রবিউল বিশ্বাস, ইলিয়াজ গাজী, অশিম বৈরোগ্য, বিপ্লাব গাইন, মিতুন, হরিমন বৈরোগ্য, কানাই বিশ্বাস, কেশিয়ার কালাম সরদার, শাহাদাত সরদার ও রাজু সরদার।
নতুন গঠিত কমিটি মাঠের সার্বিক উন্নয়নের বিষয় নিয়ে কাজ করবে। দ্রুত সময়ের মধ্যে মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজনের প্রস্তুতি চলছে।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কমিটির উপদেষ্টাগণ মনে করেন, এই কমিটির মাধ্যমে পাথরা ও বুড়োলি গ্রামের যুবকরা সুস্থ একটি পরিবেশে বেড়ে উঠবে এবং মাদক ও জুয়ার মতো অসামাজিক কাজ থেকে দূরে থাকবে।
আর কে-১০







