Friday, December 5, 2025

বাঘারপাড়ায় মানবতার সহায়তা লুটের ঘটনায় একজন আটক

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন হাসনে ইন্টারন্যাশনালের মালামাল লুট হওয়ার ঘটনায় একজনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার রাতে বন্দবিলা ইউনিয়নের দাদপুর গ্রামের সোনাল্য বিশ্বাসের ছেলে জাকির হোসেনকে আটক করা হয়। এছাড়া বিভিন্ন জায়গা থেকে পড়ে থাকা অবস্থায় ১৩ টি হুইল চেয়ার, ২ টি বাইসাইকেল ও ২ টি সেলাই মেশিন উদ্ধার করেছে বাঘারপাড়া থানা পুলিশ।

জানা গেছে, দুস্থ-প্রতিবন্ধীদের মাঝে বিতরণের জন্য আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন তুরস্কের হাসনে ইন্টারন্যাশনাল তিনশত সাতট্টিটি উপকরণ রায়পুর বাজারের পপুলার রাইসমিলে মজুদ করে রাখা হয়। এ সব উপকরণ (১৪০ টি হুইল চেয়ার, ২০ টি অটোরিকসা, ১০৭ টি সেলাই মেশিন ও ১০০ টি বাইসাইকেল) বিতরণ করার কথা ছিল গত ৭ ডিসেম্বর সকালে। এ দিন স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়। শনিবার রাত ১০টার দিকে দেড় শ’ থেকে দুই শ’ লোক ওই ঘরের তালা ভেঙ্গে সব হুইলচেয়ার, অটোরিকসা, সেলাইমেশিন এবং বাইসাইকেল লুট করে নিয়ে যায়। রাত ১১টা পর্যন্ত চলে এ লুটপাট। এক পর্যায়ে গ্রামবাসীরা একত্রিত হয়ে তাঁদেরকে ধাওয়া করেন। এ সময় তাঁরা নয়টি অটোরিকসা এবং পাঁচটি বাইসাইকেল ফেলে রেখে যায়।

অনুষ্ঠান আয়োজকদের একজন বলেন, মালামাল লুট করার দিন রাতে বাঘারপাড়ার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক শতাধিক মোটর সাইকেলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রায়পুর বাজারে অবস্থান নেয়। লুটপাটে অংশ নেয়ার আগে স্থানীয় এক নেতা বাজারের চায়ের দোকানদারদের দোকান বন্ধ করে বাড়ী চলে যেতে বলেন। একটি সূত্র জানিয়েছে লুটপাটে অংশ নেয়াদের মধ্যে বেশির ভাগই ছিলো নারিকেলবাড়ীয়া, বন্দবিলা, বাসুয়াড়ি ও পৌর সভার লোকজন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানিয়েছেন, রায়পুরে লুটপাটের ঘটনায় ১০ ডিসেম্বর মামলা রেকর্ড হয়েছে। লুটপাটে অংশ নেওয়া ভিডিও ফুটেজ দেখে একজনকে আটক করা হয়েছে। আসামীকে আদালতে সোর্পদ করা হয়েছে হয়েছে।

আর কে-০৮

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর