নোটিশ পাওয়া ব্যক্তিরা হলেন রায়পুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল আহম্মেদ এবং একই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইব্রাহিম হোসেন। তাদেরকে তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। এছাড়া, তাদের সকল দলীয় কর্মকান্ড সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
কারণ দর্শানো নোটিশে যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম, সদস্য সচিব এ্যাড. সাবেরুল হক সাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়র হোসেন খোকন ও রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুসকেও অবগত করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তরা তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আর কে-০৫







